• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হালদায় অভিযান, দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৪২
হালদায় অভিযান, ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ
হালদায় অভিযান

মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালুবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নৌকার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম আরটিভি নিউজকে বলেন, হালদা নদীর ছত্তারঘাট এলাকায় বালুবোঝাই দুই নৌকা জব্দ করা হয়। মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়। হালদার মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালানো হবে।

এমআই/পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
X
Fresh