• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রেড জোন ঘোষণার পরেও বন্ধ হচ্ছে না রাঙামাটির পর্যটন স্পট

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৫
রেড জোন ঘোষণার পরেও বন্ধ হচ্ছে না রাঙামাটির পর্যটন স্পট
রাঙামাটির পর্যটন স্পট

বন্ধ হচ্ছে না রাঙামাটির পর্যটন স্পট। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে। সব পর্যটকবে মুখে মাস্ক পরে পর্যটন স্পটে ঢুকতে হবে এবং সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারের ১১ দফা নির্দেশনা মানার ক্ষেত্রে সবাইকে অনুরোধ করা হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে বুধবার ঢাকার পাশাপাশি রাঙামাটি জেলাকেও রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভার আহ্বান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদদাছছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা প্রমূখ।

১১ দফা নির্দেশনার পাশাপাশি পর্যটন স্পটগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। আবাসিক হোটেলে পর্যটকদের জন্য পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। খাবার হোটেলগুলোতে যত অল্পসময়ে গ্রাহকদের সেবা দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি করবে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন স্পট
জরুরি বোর্ড সভায় বসছে বিসিবি
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
X
Fresh