• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মহিষের আক্রমণে আহত ১৫ 

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৩:১৮
মহিষের আক্রমণে আহত ১৫ 
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহিষের আক্রমণে প্রায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলাটির ৩টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের মধ্যে দুজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী ও আহতদের পরিবারের সদস্যরা জানান, ধামরাইর উপজেলার কোনাপাড়া এলাকা থেকে একটি মহিষ আসে কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি ও বিশাইদ এলাকায়। পরে সেটি যাকে সামনে পায়, তার ওপরই আক্রমণ চালাতে থাকে। একে একে সে ওই দুই এলাকার স্কুলছাত্র শিহাব, ইউনুসসহ প্রায় ১০ জনের ওপর আক্রমণ করে।

কোনাপাড়া এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. জহির এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বড়ইবাড়ি মজুদপাড়া এলাকায় আরও একটি মহিষ এভাবে আক্রমণ করে। মহিষের আক্রমণে আরমান খান, তার স্ত্রী ফাতেমা বেগম, আরফান খান ও হাজেরা বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, মহিষের আক্রমণে শিক্ষার্থী, গাড়িচালক, কন্ট্রাক্টরসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। প্রশাসনের সহযোগিতায় মহিষটি ধরার চেষ্টা করা হচ্ছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
X
Fresh