• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নওগাঁয় আবারও বিএনপির সমাবেশ স্থগিত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১২:২৫
নওগাঁয় আবারও বিএনপির সমাবেশ স্থগিত
ফাইল ছবি

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির নেতারা এ সিদ্ধান্ত নেয়।

ফেসবুকে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে নওগাঁ জেলা বিএনপির আজকের সমাবেশ করোনার কারণে কেন্দ্রীয় বিএনপি স্থগিত করেছে।

গতকাল (বুধবার) জেলা বিএনপির অভ্যন্তরীণ এক সভা শেষে জানানো হয়েছিল, যেকোনো পরিস্থিতিতে সমাবেশ সফল করা হবে। এর জন্য নওগাঁ শহরের মাঠকে বেছে নিয়েছিল দলটি। সমাবেশের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু তার জবাবে কোনো সাড়া না পেলেও আজ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল দলটির পক্ষ থেকে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সকালে একই স্থানে একই সময় বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের সভা আহ্বান করায় শৃঙ্খলাভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।যার কারণে তখনও সমাবেশ করতে পারেনি দলটি।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh