• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেম্বারের গলায় টাকার মালা পরানো সেই এসআই প্রত্যাহার 

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১২:০১
মেম্বারের গলায় টাকার মালা পরানো এসআই প্রত্যাহার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যের গলায় টাকার মালা পরিয়ে আলোচনায় আসা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির তিন নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম মহালদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন এসআই মমিনুল ইসলাম। পরবর্তীতে তাজুল ইসলামের গলায় টাকা ও ফুলের মালা পরিয়ে দেন এসআই মমিনুল। এ ধরনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে পুলিশের সদস্য সমালোচিত হন।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এক আদেশে এসআই মমিনুলকে মাধবপুর থানা থেকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। প্রশাসনিক কারণে পুলিশের এ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
বাংলাদেশে পালিয়ে এলেন ১৭৯ বিজিপি, দেখতে গিয়ে গুলিবিদ্ধ মেম্বার
হাসপাতালে গলায় ব্লেড চালিয়ে কৃষকের আত্মহত্যার চেষ্টা 
X
Fresh