• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জামিনে এসে খুন হলেন যুবক

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১১:১৫
জামিনে এসে খুন হলেন যুবক
ফাইল ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তি জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে মো. জুলহাস ফকির (৩৫)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ফকির পাড়া গ্রামের জুলহাস ফকিরের বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে প্রতিবেশী মজিবর ওরফে মজিবর ডাকাতের বাড়ির ছোট বাচ্চাদের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মো. মজিবর ওরফে মজিবর ডাকাত জুলহাস ফকিরসহ ৯ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জুলহাস ফকিরসহ অন্য আসামিরা বুধবার (১২ জানুয়ারি) আদালত থেকে জামিনে আসেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মো. আবু হানিফ জানান, জুলহাস গতকাল বুধবার জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে সেখান থেকে তাকে আটকে প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় সে গুরুত্বর আহত হয়। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
জেল থেকে তাড়াতাড়ি বের হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
X
Fresh