• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ শতাধিক যানবাহন আটকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ০৯:৫৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ শতাধিক যানবাহন আটকা
ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঘন কুয়াশার কারণে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চালু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তিন শতাধিক যানবাহন ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চাহিদার তুলনায় ফেরি কম। আবার কুয়াশা বাড়লে ফেরি বন্ধ থাকে। বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, পদ্মা সেতুর টোল প্লাজায় চাপ
X
Fresh