রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:০৬
সাজেকে আগুনে পুড়েছে রিসোর্ট

রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়েছে রিসোর্ট। বুধবার (১২ জানুয়ারি) ভোররাত ৩টার সময় কংলাক পাহাড়ের চূড়ায় রক প্যারাডাইস রিসোর্টে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে প্রচণ্ড বাতাস আর পানির অভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতবছর ২ ডিসেম্বর রাতে একই সময়ে সাজেকে আগুনে তিনটি রিসোর্ট, রেস্টুরেন্টসহ কয়েকটি বসতঘর পুড়ে যায়।
এমএন/টিআই
মন্তব্য করুন