• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হেডফোন লাগিয়ে মোবাইলে গেম, কাটা পড়ল ট্রেনে

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১০:৩৫
হেডফোন লাগিয়ে মোবাইলে গেম, কাটা পড়ল ট্রেনে
ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মজিদ মিয়ার ছেলে রাসেল (১৫)।

স্থানীয়রা জানান, রাসেল রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল। এ অবস্থায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে সংযোগকারী শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়া যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ট্রেনে নিচে কাটা পড়ে রাসেল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই অসাবধানতাবসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা
X
Fresh