• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গরু চুরির সময় ইউপি চেয়ারম্যানের ভাতিজাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১০:২৮
গরু চুরির সময় ইউপি চেয়ারম্যানের ভাতিজাসহ আটক ৩
আটককৃত ব্যক্তিরা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে গরু চুরির প্রস্তুতির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে ওই ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীর ভাতিজা বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, কোনাখালী গ্রামের টুক্কুর ছেলে কাইসার (২৫), পূর্বভেওলার জামালের ছেলে রিপন (২৪) ও রামপুর এলাকার শহীদুল ইসলাম (২২)। কাইসার সাহারবিল ইউপির নতুন চেয়ারম্যান নবী হোসনের বড় ভাই টুক্কুর ছেলে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে ফাঁসিয়াখালীতে একদল ব্যক্তি গরু চুরির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় তিনজন গরু চোরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে সাবলসহ গরু চুরির সরঞ্জামাদি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। সবগুলো যাচাই-বাচাই করে মামলা করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh