• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুন, স্বামী গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৭
পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুন, স্বামী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ব্যক্তি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জোড়া খুনের মামলার আসামি সোলেমান হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে সোলেমান হোসেনকে (২৯)। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রি।

পুলিশ সুপার মুক্তাধর জানান, সোমবার (১০ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে সোলেমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী খালেদা আক্তার পিংকি ও তাদের ৪ মাস বয়সী শিশু সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে আসামি সোলেমান স্ত্রী ও সন্তানকে হত্যা করে কম্বল মুড়িয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর দিলে ৩ জানুয়ারি মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটি সিআইডির নিকট হস্তান্তর করা হয়। আসামিকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না, জেনে নিন
‘ফিডার খাইয়ে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, ভেবেছিল বিএনপি’
খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
X
Fresh