• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির নেতাদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা : জিএম কাদের

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১৮:১২
বিএনপির নেতাদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা : জিএম কাদের
গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অনেক নির্যাতনের পরও জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। আমাদের প্রতিদিনই শক্তি বাড়ছে। মিছিল ও সভাগুলোতে জনসমাগম বাড়ছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বিএনপি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দুর্বল হয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও দলের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। আমি অনেককে বলতে শুনেছি, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে কি না, এ নিয়ে নেতাকর্মীরা চিন্তিত ছিলেন। একইভাবে জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতার বাইরে। তারপরও আমরা বেশিরভাগ নির্বাচনে অংশ নিয়েছিলাম। প্রার্থী দিয়েছি। এর মধ্যে ১০ শতাংশ প্রার্থী প্রতিকূলতার মধ্যে জয়ী হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
শিলাবৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা
X
Fresh