• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই কেজি আইস উদ্ধার

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১২:৩৫
দুই কেজি ক্রিস্টাল আইস উদ্ধার
ক্রিস্টাল আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজির বেশি ওজনের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার ( ১১ জানুয়ারি) সকালে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লে. এম মুহতাসিম বিল্লাহ শাকিল।

অস্ত্র, মাদক, মানবপাচারসহ রোহিঙ্গা অনুপ্রবেশরোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরটিভি নিউজকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ-আইস পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার ক্রিস্টেল মেথ (মাদক) বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh