• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সকাল থেকেই রোদের হাসি, কমেছে শীতের দাপট

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১০:১১
সকাল থেকেই রোদের হাসি, কমেছে শীতের দাপট
ছবি : আরটিভি নিউজ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশেপাশের এলাকাগুলোতে গত এক সপ্তাহ থেকে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল। মঙ্গলবার (১১ জানুয়ারি) তাপমাত্রা বেড়েছে। সকাল থেকেই দেখা দিয়েছে রোদের হাসি। সেই সঙ্গে শীতের তীব্রতাও তুলনায় কম।

আব্দুর রহিম মন্ডল নামে এক রিক্সাচালক আরটিভি নিউজকে জানিয়েছেন, গত কয়েক দিন হিলিতে ঘন কুয়াশা আর প্রচুর শীতের প্রকোপ ছিলো। আজ তা নেই। সকাল থেকে রোদের দেখা মিলেছে। সেই জন্য সকাল বেলায় রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh