• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১১:৪৬
চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যায়নি।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। তবে নতুন আক্রান্ত ১০১ জন মহানগর এলাকার ও ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩০২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh