• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফতুল্লায় আরও তিন মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৯ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১১:০৬
ফতুল্লায় আরও তিন মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৯ 
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও একজ‌নের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৯ জানুয়ারি) ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৯ জনের। এখনও নিখোঁজ আছেন দেড় বছরের শিশু তাসফিয়া।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, যেখানে ট্রলার ডুবেছে সেখান থেকে কিছুটা দূরে আজ সোমবার সকালে প্রথমে দুজন ও পরে একজনের অর্থাৎ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে একজন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
X
Fresh