Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১৫ মাঘ ১৪২৮
discover

নছিমন-সিএনজি সংঘর্ষে নিহত ২

পাবনায় নছিমন-সিএনজির সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীর উপজেলার দিকশাইলে নছিমন ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত বাবলু (২৫) নাটোর বড়াই গ্রাম শিবপুর মো. মোতালেব ছেলে। তবে অন্য একজন সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল বাদশা জানান, পাবনা থেকে আসা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আশা নছিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি থাকা এক যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও চারজন আহত হন, তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS