• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে সমর্থন না দেওয়ায় গ্রাম ছাড়ার হুমকি পরাজিত মেম্বার প্রার্থীর 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ২২:৩৭
নির্বাচনে সমর্থন না দেওয়ায় গ্রাম ছাড়ার হুমকি পরাজিত মেম্বার প্রার্থীর 
ভুক্তভোগী ব্যক্তি

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় আবুল বাশার ভূঁইয়া (৬৫) নামে এক ব্যক্তিকে পরিবারসহ গ্রাম ছাড়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর আগে উপজেলার মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল বাশার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী আবুল বাশার আরটিভি নিউজকে জানান, কেরোয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী তকদির হোসেন মিলন পাটোয়ারিকে নির্বাচনের সময় সমর্থন না দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় আমি বাজার থেকে আসার পথে মিলন পাটোয়ারিসহ ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে ও আমার পরিবারকে গ্রাম ছাড়া ও হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত মিলন পাটোয়ারির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, থানায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
পাউরুটি না পেয়ে কর্মচারীকে চড়-থাপ্পড়, প্রাণনাশের হুমকি
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
X
Fresh