• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনাকে হত্যা করে শোষকরা ক্ষমতা নিতে চায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৫
শেখ হাসিনাকে হত্যা করে শোষকরা ক্ষমতা নিতে চায়

এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে, তাঁকে হত্যা করে ক্ষমতা দখল করতে চায় শোষকরা, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।।

রোববার (৯ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে সেদিকে লক্ষ্য রাখা। '

তিনি বলেন, শিক্ষায় আমরা এখনও পিছিয়ে। আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। এর মধ্যে ২০ ভাগ নাম লেখতে পারে।১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের অনাহারে সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন পরিকল্পনামন্ত্রী। শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, পুলিশের সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন।

বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, শিক্ষক শেখ সাদী, শিক্ষার্থী জুঁই দেবনাথ, আমীর হামজা ।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
X
Fresh