• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সংবাদকর্মী ও যাত্রীদের ওপর সেই লঞ্চ স্টাফদের হামলা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৪০
সংবাদকর্মী ও যাত্রীদের ওপর সেই লঞ্চ স্টাফদের হামলা
সুরভী-৯

আগুন আতঙ্কে মধ্যরাতে চাঁদপুরে আটকা পড়া ব‌রিশালগামী সুরভী-৯ ল‌ঞ্চের স্টাফদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন যাত্রীরা। হামলায় আহত হয়েছেন দুই সংবাদকর্মীও। এ ঘটনায় লঞ্চের ম্যানেজার মো. মিজানকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ল‌ঞ্চের প‌রিচালক রে‌জিন-উল-ক‌বির।

ব‌রিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার সামনেই হামলার ঘটনা ঘটেছে।

চাঁদপুর থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগুন নেই তা নিশ্চিত হওয়ার পর লঞ্চটি ছাড়া হয়। সেটি রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব‌রিশাল নদীবন্দরে নোঙর করে।

হামলায় আহত চ্যানেল টোয়েন্টিফোরের ব‌রিশাল অ‌ফিসের ভিডিওগ্রাফার রুহুল আ‌মিন বলেন, ‘লঞ্চ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা‌টি যেসব যাত্রী মোবাই‌লে ধারণ ক‌রে ফেসবু‌কে দি‌য়ে‌ছি‌লেন, সেসব যাত্রী‌কে খুঁজে মারধর শুরু ক‌রেন স্টাফরা। মারধরের ভিডিও করতে গেলে ল‌ঞ্চের ম্যানেজার মিজা‌নের নেতৃ‌ত্বে স্টাফরা আমা‌কে এবং আমার সহকর্মী ইনডিপে‌নডেন্ট টে‌লি‌ভিশ‌নের ভিডিও গ্রাফার দেওয়ান মোহনের ওপর হামলা করেন। লা‌ঠি দি‌য়ে আমাদের মারধর করেন।

এ ছাড়া তবে লঞ্চের ইঞ্জিন রুমে দায়িত্বরত গ্রিজারম্যান জানায়, লঞ্চ পানি দিয়ে পরিষ্কার করার সময় কিছুটা পানি অ্যাডযাস্ট পাইপে জমেছিল। ইঞ্জিন গরম হয়ে ওখানে একটু ধোয়ার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তারা লঞ্চ চালিয়ে বরিশাল ঘাটে পৌঁছে।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
X
Fresh