• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাভারে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ০১ জুন ২০১৭, ২২:৫৮

সাভারের পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পাকিজা গ্রুপের ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ডিউটি অফিসার আরটিভি অনলাইনকে জানান, রাতে পাকিজা ডাইং এ্যান্ড পিন্টিং কারখানার ক্যামিকেল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে দোতলার কাপড়ের গোডাউনে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, কালিয়াকৈর, ঢাকার মিরপুর ও মোহাম্মদ ফায়ার সার্ভিসের মোট ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানায় রাতের শিফটের কাজ করছিলো শ্রমিকরা। হঠাৎ করেই শ্রমিকেরা ক্যামিকেল সেকশনে আগুন দেখতে পায় জানায় তারা।

এ সময় বেশ কয়েকজন আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh