Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১৫ মাঘ ১৪২৮

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১২:৫৭
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৪৭
discover

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে
ফাইল ছবি

চট্টগ্রামে করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। সর্বশেষ নতুন করে আরও ১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরের বাসিন্দা।

রোববার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০৪ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮৮ জন নগরের আর ১৬ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৮৪ জনে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩৪ জনে ঠাঁই নিয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS