• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার

  ০১ জুন ২০১৭, ২২:৫১

টানা বৃষ্টিতে মৌলভীবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এদিকে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে কোমর অবধি পানি উঠেছে।

ফলে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার ভোর চারটা থেকে মৌলভীবাজারে শুরু হয় টানা বর্ষণ।

এর ফলে সকাল ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টির কারণে শহরের সার্কিট হাউস এলাকা, টিবি হাসপাতাল রোড, আরামবাগ, পূর্বগীর্জাপাড়া, ধরকাপন, পশ্চিমবাজার এলাকা, গোবিন্দশ্রী, সৈয়ারপুর ইত্যাদি এলাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।

এ সময় দুই শতাধিক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।

টিবি হাসপাতাল রোডে নারী-পুরুষরা কোর অবধি পানি মাড়িয়ে শহরে প্রবেশ করছেন। পূর্ব গীর্জাপাড়ার বেশিরভাগ বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।

ওই এলাকায়ও কোমর অবধি পানি মাড়িয়ে শিক্ষার্থী, অফিসগামী লোকজন চলাচল করছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের হারুন অর রশীদ জানান, ভোর থেকে শুরু হয়ে এক ঘন্টার মধ্যে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া সকাল এগারোটা পর্যন্ত প্রায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিন একটু থামলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh