• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিনহা হত্যা: মামলার যুক্তিতর্ক শুরু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১২:০২
সিনহা হত্যা : মামলার যুক্তিতর্ক শুরু
ওসি প্রদীপ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তিতর্ক। ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এর আগে সকাল সোয়া ৯টার দিকে আদালতে তোলা হয় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

তিনি বলেন, আগামী চারদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলবে। পরে আসামিদের পক্ষে যুক্তিতর্ক করা হবে। আশা করছি, দ্রুত এ মামলা শেষ হবে। আদালতে গত ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলে সাক্ষ্যগ্রহণ ও জেরার কাজ।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৯ জনকে আসামি করে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসী।

২৭ জুন মামলার ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আলোচিত এই মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন। এর মধ্যে ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
X
Fresh