• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বরিশালের পথে সুরভী-৯ লঞ্চ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৭
বরিশালের পথে সুরভী-৯ লঞ্চ
সুরভী-৯ লঞ্চ

অবশেষে যাত্রী নিয়ে এমভি সুরভী-৯ নামের লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর মেঘনা নদীতে লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর সারারাত লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়। রোববার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় মোহনপুর থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম।

তিনি বলেন, লঞ্চটির ইঞ্জিন রুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কোনো একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এর পরপরই পুলিশ মোহনপুর এলাকায় এলে সুরভী-৯ লঞ্চটি ঘাটে আটকে রাখা হয়।

তিনি আরও বলেন, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় কর্মচারীরা। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh