• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বোনকে স্কুলে ভর্তি করে বাড়ি ফেরা হলো না সাব্বিরের

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১৮:০০
বোনকে স্কুলে ভর্তি করে বাড়ি ফেরা হলো না সাব্বিরের
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বোনকে স্কুলে ভর্তি করে বাড়ি ফেরার পথে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভাই সাব্বির হোসেনসহ এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সকালে বোন সুমাইয়া খাতুনকে স্কুলে ভর্তি করতে মাকে নিয়ে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আসেন সাব্বির। ভর্তি শেষে তারা একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। পথে ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিলে অপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কার্ভাড ভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
X
Fresh