• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনি সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১৫:৪১
নির্বাচনি সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় আহত আবদুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তারা বিষয়টি জেনেছেন। নিহত ৬০ বছরের রহিম ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে।

নিহতের ছেলে বউ প্রেমা খাতুনের অভিযোগ, পঞ্চম ধাপের নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর কাতলাগাড়ী পুরাতন বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা তাকে পিটিয়ে গুর‍তর আহত করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল পাঠান। ছয়দিন আগে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মধুপুরে আ.লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
X
Fresh