• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফুটপাতে হকার উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১২:৪৬
ফুটপাতে হকার উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ
সড়ক অবরোধ

পুনর্বাসনের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন উত্তরায় হকার্স ব্যাবসায়ীরা।

এ সময় রাজলক্ষ্মী থেকে বনানী এবং রাজলক্ষ্মী থেকে গাজীপুর পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত যারা ফুটপাতে ব্যবসা করে তারা একত্র হয়ে মহাসড়ক অবরোধে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে উত্তরা পশ্চিম থানার হকার্স লীগের সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, উত্তরা পশ্চিম থানার হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারসহ প্রায় পাচ হাজার হকার্স উপস্থিত ছিলেন।

রাসেল মণ্ডল আরটিভি নিউজকে বলেন, আমরা অসহায়, হতদরিদ্র, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার, দীর্ঘসময় করোনার কারণে আমাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয়। আমরা এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা বাসা ভাড়া,বাচ্চাদের স্কুলের বেতন, মুদি দোকান বাকিসহ অনেক সমস্যায় জর্জরিত। গরিব অসহায় মানুষ ফুটপাতে ব্যবসা করে ঠিকমতো খেতে চাই।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ
X
Fresh