• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারীকে ‘উত্ত্যক্তের’ প্রতিবাদে পীরের দরবারে আগুন

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১০:৩৫
নারীকে ‘উত্ত্যক্তের’ প্রতিবাদে পীরের দরবারে আগুন
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদে কথিত এক পীরের দরবারে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামবাসী। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের তাছের পীরের দরবারে গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অনুসারীদের দাবি, মিথ্যা অভিযোগ এনে এলাকাবাসী দরবারে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেলের দিকে তাছের নামের ওই পীরের দরবার শরীফের পাশের একটি মুদি দোকানে কেনাকাটা করতে যায় স্থানীয় এক তরুণী। এ সময় দরবারের বহিরাগত কিছু অনুসারী তাকে উত্ত্যক্ত করতে থাকে।

এ নিয়ে বিকেলের দিকেই দরবারের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ গ্রামবাসী দরবারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যায় দৌলতপুর থানা পুলিশ। রাত ৮টার দিকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দরবার শরিফের অনুসারীরা আরটিভি নিউজকে বলেন, ভক্তদের নামে মিথ্যা অভিযোগ এনে দরবারে ভাঙচুর চালানো হয়েছে। আগুন লাগিয়ে দুটি ঘর পুড়িয়ে দিয়েছে। ভক্তদের মারপিট করে আহত করে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে তারা।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভক্তরা।

হোগলবাড়িয়া ইউনিয়নের সেলিম চৌধুরী বলেন, স্থানীয় একটি মেয়েকে ইভটিজিং করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভিদ হাসান শনিবার (৮ জানুয়ারি) সকালে বলেন, আগুনে দুটি ছাপরা ঘর ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
X
Fresh