• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২১, ২১:৫৬
জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ফাতেমা আক্তার প্রাপ্তি

নরসিংদীর শিবপুরে জিপিএ ৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন মাছিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল হারিস রিকাবদার।

নিহত শিক্ষার্থী নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। নিহত ফাতেমা আক্তার প্রাপ্তি শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিহতের পিতা নাজমুল হাসান রিকাবদার আরটিভি নিউজকে বলেন, আমার মেয়ে আগে থেকেই বলতো বাবা আমি এ প্লাস পাব। আজ রেজাল্ট দেওয়ার পর আমাকে ফোনে জানায় ৪ দশমিক ৭২ পেয়েছে। সে রেজাল্ট পাওয়ার পর থেকেই মনটা খারাপ ছিল। বাড়িতে এসে দেখি তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, আমার একটি মেয়েই ছিল, আর একটি প্রতিবন্ধী ছেলে আছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
X
Fresh