• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আারটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ১৭:১৭

মানিকগঞ্জে সদর উপজেলার সরুন্ডি গ্রামের রেহেনা বেগমকে হত্যার দায়ে স্বামী রুবেল মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেহেনা বেগমকে গলাটিপে হত্যা করে রুবেল। তারপর এলাকাবাসী রুবেলকে আটক করে। ঘটনার পরের দিন রেহেনার পিতা ইব্রাহিম মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার এস আই আমিনুর রহমান আসামি রুবেলের বিরুদ্ধে ২০০৯ সালের ২৩ ডিসেম্বর হত্যার অভিযোগে চার্জশীট দাখিল করে।

মামলায় মোট আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন হয়।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh