• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ৩০ মে ২০১৭, ১৭:০৬

বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল ফের শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে নৌযান চলাচল শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে প্রায় একদিন বন্ধ থাকার পর এ রুটে নৌযান চলাচল শুরু হলো।

তবে এখনো বরিশাল অভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. রিয়াদ হোসেন জানান, বরিশাল নদী বন্দরের জন্য এখনো ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বরিশাল থেকে ঢাকাগামী ট্রিপল ডেকার লঞ্চগুলো নদী বন্দরে নোঙ্গর করে আছে।

ঘূর্ণিঝড় মোরার কারণে সোমবার বিকেল থেকে বরিশাল বিভাগে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে নৌযোগযোগ নির্ভর এ অঞ্চলের বহু মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েন।

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয় এবং ১০২টি মেডিক্যাল টিম গঠন করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh