• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় মোরা : চট্টগ্রাম অতিক্রম করছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ১১:৩০

ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম অতিক্রম করা শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে শুরু হওয়া ঝড়ো হাওয়া, দমকা বাতাসসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানা গেছে। ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্তব্যরত সহকারি মাহমুদুল আলম জানিয়েছেন, এখনো চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি যখন চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে, তখন ভাটা ছিল। এ কারণে ক্ষয়ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাহমুদুল আলম আরো জানান, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল অতিক্রিম করতে আরো দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।

ঘূর্ণিঝড় মোরার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকে সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বন্ধ রয়েছে চট্টগ্রাম বিমান বন্দর ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh