কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০:২১
স্বামীর সঙ্গে নামাজে সেজদারত অবস্থায় স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেসা উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নূরু মিয়ার স্ত্রী। এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ লোহাজুরী গ্রামে গত রোববার (১৯ ডিসেম্বর) রাতে এশার নামাজের সময়।
মৃত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া আরটিভি নিউজকে জানিয়েছেন, গত রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না ওঠালে তাকে ডাকাডাকি করলে ও সাড়া না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার মৃত্যু হয়। আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শত শত মহিলা ছুটে আসেন।
লোহাজুড়ী গ্রামের বাসিন্দা আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এশার নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেছা মৃত্যুবরণ করেন।
এমআই/টিআই
মন্তব্য করুন