• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাচতে না দেওয়ায় বিয়েতে হামলা

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩১
নাচতে না দেওয়া বিয়েতে হামলা
ফাইল ছবি

নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ে বাড়িতে মেয়েদের নাচের অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে একই এলাকার কিছু ছেলে নাচ করতে আসলে নাচতে না দেওয়ায় তারা বিয়ের অনুষ্ঠানে হামলা করে।

হামলায় নারী পুরুষসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে আবুল কাসেম (৩৫) কামরান মিয়া (১৮) সম্রাট (১৮)।

অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। অন্যদের মধ্যে শেলী আক্তার (৩৫) পারভীন আক্তার (৬০) মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শুক্রবার রাতে মোহনগঞ্জ থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন আহত কাসেমের স্ত্রী মণি আক্তার।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের জসিম মিয়ার বিয়ের অনুষ্ঠানে তাদের আত্মীয়-স্বজনের মেয়েরা নাচের আয়োজন করে। এ সময় একই গ্রামের মেজু মিয়ার ছেলে মনি মিয়া ও লাল চানমিয়ার ছেলে রুক্কন মিয়া। তাদের দলবল নিয়ে মেয়েদের সঙ্গে নাচ করতে আসে। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মাদ রাশেদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে বলেন, এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh