• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভোলার ১৯ চরের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট, ভোলা

  ২৯ মে ২০১৭, ১৭:৩৬

ভোলায় ঘূর্ণিঝড় ‘মোরা’ ধেয়ে আসার কারণে জেলার বিচ্ছিন্ন ১৯টি দ্বীপের ২ লাখ মানুষকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

সোমবার সকাল থেকেই গুমোট আবহাওয়া বিরাজ করছে। আকাশ ছিলো কালো মেঘে ঢাকা। আগের রাতে কিছুক্ষণের ঝড় বাতাস ও বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসে।

গেলো কয়েক দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ভোলায়। একই সঙ্গে বেড়ে গেছে লবণাক্ততার প্রভাব। নদী ও সাগরের পানি ও বাতাসে মাত্রাতিরিক্ত লবণাক্তা বেড়ে যাওয়ায় তাপমাত্রাও বাড়ে বলে জানান পরিবেশবিদরা।

এদিকে ঘুর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানতে পারে এ আশঙ্কায় দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জুরুরি বৈঠক করে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন।

৪০০ স্কুল কাম সাইক্লোন সেল্টার গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখার জন্যও সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

জেলার বিচ্ছিন্ন ১৯টি দ্বীপ চরের লোকদের নিকটতম স্কুল কাম সাইক্লোন সেল্টারে রাতের মধ্যে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh