• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ২০:৫৬

লক্ষ্মীপুরে বজ্রপাতে শামছুল হক নামের এক জেলে নিহত হয়েছেন।আতহ আরো ৪জন।

রোববার (২৮ মে) সকালে নিহতের মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরআগে শনিবার রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকার মেঘনা নদীতে মাছ শিকারকালে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল হক একই উপজেলার চর রুহিতা গ্রামের সুলতান আহমদের ছেলে। আহতরা হলেন খোরশেদ আলম, আব্দুর রশিদ, মো. রাব্বী ও সিরাজ।

বজ্রপাতে আহত জেলেরা জানান, তারা এক নৌকাতে ৫ জন নদীতে মাছ শিকারে যান। হঠাৎ হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে তারা সবাই আহত হন। পরে আহত অবস্থায় খোরশেদ আলম তার মোবাইল ফোন থেকে পার্শ্ববর্তী নৌকার এক জেলেকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার রাতেই শামছুল হককে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। নিয়মিত তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব রোগীরা সাধারণত কিডনি ও হার্টের ঝুঁকিতে থাকে বেশি। এজন্য যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh