• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার কারাদণ্ড

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ফেরিওয়ালাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শহরের আদালতপাড়া এলাকার আব্দুল কাদের খানের ছেলে ইব্রাহিম (২৫)। তিনি শহরে ফেরি করে এলইডি বৈদ্যুতিক বাতি বিক্রি করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে ইব্রাহিম। এ সময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন। কিছুক্ষন পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। পরে সন্ধ্যায় ইব্রাহিম উত্ত্যক্তের কথা স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
X
Fresh