• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবের কারাদণ্ড

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ২২:০৮
নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টা, ইউপি সচিবের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মোশারফ হোসেনকে (৪৫) নামের এক ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারি এ রায় দেন।

জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের ম‌ধ্যে কা‌লিয়া ইউ‌নিয়ন পরিষদ ভবনে লোকজন না থাকায় ফাঁকা হ‌য়ে যায়। প‌রে কৌশলে ভব‌নের দ্বিতীয় তলায় এক রু‌মে ঝাড়ু দেওয়ার কথা ব‌লে ডে‌কে নি‌য়ে যায় ইউপি স‌চিব মোশারফ। প‌রে রু‌মে গি‌য়ে ঝাড়ু দেওয়ার সময় তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে প‌রিষ‌দে থাকা একজন সংরক্ষিত ইউপি সদস্য নারী গ্রাম পু‌লিশ সদস্যকে উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় লোকজন ইউপি সচিব মোশারফকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির ক‌রে। প‌রে আদালত শ্লীলতাহা‌নির দা‌য়ে তা‌কে এক বছ‌রের কারাদণ্ড প্রদান ক‌রেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh