• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে যাত্রী নিহত

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ২০:২৫
চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে যাত্রী নিহত
ঘটনাস্থলের চিত্র

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের সময় বৈদ্যুতিক খুঁটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের কাওয়ালীপাড়া-সাটুরিয়া সড়কের বিডি ফুড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালপাড়া এলাকার বাসিন্দা। আহত চালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে অটোরিকশাটি সাটুরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে বিদ্যুত সঞ্চালন লাইনের কাজ করছিলেন ঠিকাদাররা। বৈদ্যুতিক খুঁটি দাড় করানোর সময় সড়কে চলন্ত একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে এক যাত্রী খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত চালককে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।

ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-৩ এর কুশুরা জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফিসার সিজান আহমেদ বলেন, দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি সিএনজির ওপর পড়ে হতাহতের খবর পেয়েছি। থানা পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
X
Fresh