• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাউন্সিলর হত্যা : আরও দুই আসামি ৫ দিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪২
কাউন্সিলর হত্যা : আরও দুই আসামি ৫ দিনের রিমান্ডে
গ্রেপ্তারকৃত আসামিরা

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল (২৮) ও সায়মনকে (৩০) পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথের আদালতে ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল ওরফে জেল সোহেল (২৮) নগরীর নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে। তিনি এ মামলার ২ নম্বর আসামি। অন্যদিকে সায়মন (৩০) একই এলাকার মৃত সামছুল হকের ছেলে। তিনি এ মামলার ১০ নম্বর আসামি।

পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে জেল সোহেল ও বাংলাবাজার এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড দেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
X
Fresh