• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে ৪ নেতা বহিষ্কার 

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫১
ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে ৪ নেতা বহিষ্কার 
ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের লিখিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ ৪র্থ ধাপে নির্বাচনে জামতৈল, ভদ্রঘাট, রায়দৌলতপুর ইউপি নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোকবুল হোসেন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ নৌকা প্রতীক পেয়েছেন।

এদিকে দলের সিদ্ধান্ত না মেনে সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এনামুল হক রঞ্জু, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোকতেল হোসেন মোল্লা, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঞ্জু, জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আল মামুন জুয়েল বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন ও প্রচার চালাচ্ছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সকল পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মধুপুরে আ.লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
X
Fresh