• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের ফসল 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪২
ঝালকাঠিতে বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের ফসল 
ছবি: আরটিভি নিউজ

দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। সুগন্ধা, বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিক থাকলেও বৃষ্টিতে খেত-খামার তলিয়ে রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোর পানিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উঠতি আমন, বোরো বীজতলা, খেসারি, সরিষা এবং তলাকৃষিসহ শীতকালীন সবজি আগাম রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকরা জানিয়েছে, খেত থেকে পানি দ্রুত না কমলে আমন ধানের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাকসহ শীতকালীন সবজি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে জেলায় চলতি বছরে ৪৮ হাজার হেক্টর আমন, ৭ হাজার হেক্টর খেসারি এবং সাড়ে তিন হাজার হেক্টর লতাকৃষি ও শীতকালীন সবজির আবাদ হয়েছে। বৃষ্টিপাতে এ পর্যন্ত ৮ হাজার ৯৭ হেক্টর আবাদ আক্রান্ত হয়েছে।

কৃষক মো. রাজু জানান, তার সবজি ও ডাল খেত বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে গেছে। তাতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক মো. ফজলুল হক জানান, বৃষ্টিতে কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। বৃষ্টি কমে গেলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাবে। তবে আশা করি কৃষকের তেমন ক্ষতি হবে না।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
X
Fresh