• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোর্টে হাজিরা দিতে এসে গরু ডাকাতির পরিকল্পনা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫১
কোর্টে হাজিরা দিতে এসে গরু ডাকাতির পরিকল্পনা 
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরু ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার রাইহোগ্রামের মাইনুল ইসলামের ছেলে মিলন হোসেন ওরফে মিলন (৩২), একই উপজেলার মিরাপুর পাথরপুজা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান (৩৮), একই উপজেলার রংপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রহমত আলী (৩২), বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের গোলাম কাদিরের ছেলে মুনসুর আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুগলিভান্ডার গ্রামের ইশারুদ্দিনের ছেলে মো. কুরবান আলী (২৮) ও জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড় এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মানিক (৩০)।

জানা গেছে, গত শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুরে আশরাফুল ইসলামের গরুর খামারে ডাকাতিতে অংশ নিয়েছিল ৭ ডাকাত। ঘটনার পর থেকেই পুলিশ ডাকাতদের ধরতে তৎপরতা শুরু করে। পরে পুলিশের অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল ৩ জন। এরমধ্যে দুই ডাকাত কোর্টে পূর্বের মামলায় হাজিরা দিতে এসেছিল। এ সময় তাদের দেখা। তখন সেখানেই তারা ডাকাতির পরিকল্পনা করে। এ সময় তারা বলেন, দেখা তো হয়েই গেল। তাহলে একটা কাজ করি। দুই ডাকাতের এমন চিন্তাভাবনার পরই তারা অন্য সহযোগীদের নিয়ে গরু ডাকাতি করে।

পুলিশ সুপার আরও বলেন, খামার মালিকের তিনটি ব্যাংককে বেশ কিছু ঋণ আছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে গরু ডাকাতি হয়েছে এটা সঠিক। সেদিন সাতটি গরু ডাকাতরা নিয়ে গিয়েছিল। ইতোমধ্যে ৫টি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের ৬ সদস্যকে প্রত্যাহার করা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ১২ মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। তারপরও বিষয়টি তদন্তের জন্য ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
‘আমি বাবা-ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না’
চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার ঈদ
সবার আগে যে দুই দেশে পালিত হলো ঈদ
X
Fresh