• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আঙ্গুর আউট, রশিদ ইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩২
আঙ্গুর আউট, রশিদ ইন
আঙ্গুর আউট, রশিদ ইন

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবদুর রশিদ ভূঁইয়া। বর্তমান চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুরের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত রোববার (৫ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া সদরের মনোনয়ন ঘোষণার পর আলোচনার কেন্দ্রে চলে আসে সুহিলপুরের মনোনয়ন। আঙ্গুর আউট, রশিদ ইন- আলোচনা জমে উঠে ইউনিয়নের আনাচে কানাচে।

তবে ‘ক্লিন ইমেজের’ রশিদ মনোনয়ন পাওয়ায় পুরো সুহিলপুর ইউনিয়নে খুশির জোয়ার উঠেছে। উল্লাসে ফেটে পড়েছেন রশিদের কর্মী-সমর্থকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর এবং আওয়ামী লীগ নেতা আবদুর রশীদ ভূঁইয়াসহ কয়েকজনের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ।

গত রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সুহিলপুর ইউনিয়নে আবদুর রশিদ ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কেন্দ্রে যেসব প্রার্থীদের নাম পাঠানো হয়েছিল- তাদের মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী আবদুর রশিদ ভূঁইয়া। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমান কমিটির সদস্য। তাকে মনোনয়ন দেওয়ার খবরে সুহিলপুরজুড়ে চলছে আনন্দ-উল্লাস। সুহিলপুর বাজার এলাকায় আনন্দ মিছিল করেছেন রশিদের কর্মী-সমর্থকরা। রশিদের বাড়ি সুহিলপুর গ্রামে। ওই গ্রামের ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আবদুর রশিদ ভূঁইয়া আরটিভি নিউজকে বলেন, আমার ওপর আস্থা রেখে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি নির্বাচিত হতে পারি, তাহলে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করব।

ওদিকে, বর্তমান চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরকে মনোনয়ন না দেওয়ার কারণ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আঙ্গুরের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মানববন্ধনও হয়। মানববন্ধনে আঙ্গুর ও তার লোকজনদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের মাধ্যমে কোটিকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ 
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
X
Fresh