• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বন্য হাতির আক্রমণে আহত ৩

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯
বন্য হাতির আক্রমণে আহত ৩
বন্য হাতির আক্রমণ

রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি শামসুপাড়া এলাকায় রাতের বেলায় বন্য হাতির আক্রমণে অন্তত ৬টি বসতি ঘর ভাঙচুর এবং ঘরে রাখা ধান চালও খেয়ে নষ্ট করে ফেলেছে।

গতকাল রোববার (৫ ডিসেম্বর) ভাসাইন্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি শামসুপাড়া এলাকায় রাত আনুমানিক সাড়ে ১২টার সময় কয়েকটি বন্য হাতি জনবসতি এলাকায় এসে ঘরবাড়ি ভাঙচুর চালায়। এসব ঘরে থাকা ঘুমন্ত লোকজন হাতির উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক পালিয়ে কোনোমতে নিজের জীবন বাঁচাতে পারলেও বসত ঘর ও ঘরে রাখা খাদ্য সামগ্রী রাখতে পারেনি। বন্য হাতিরা এসব খাবার খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে বলে ক্ষতিগ্রস্তরা আরটিভি নিউজকে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা হলেন মো. আ. হামিদ (৪০) ও আবুল কাসেম (৫০) ও তার মা জয়নালের মা মো. রুস্তম (৩৫), ফুলবানু (৪৫)। এদিকে হাতি ঘর ভাঙার সময় দৌড়ে পালাতে গিয়ে ফুলবানু (৪৬), ফুলজান বেগম (৪০) ফাতেমা বেগম (৪০) নামে মহিলা আহত হন।

এলাকার স্থানীয় ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, আহত তিন মহিলাকে লংগদু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভাসাইন্যাদম এলাকার যুবক মো. আইনাল হক আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্য হাতির দল দিনের বেলা জঙ্গলে অবস্থান করে রাতের বেলায় লোকালয়ে এসে ঘরবাড়ি ভাঙচুর করে। চাউল, ডাল,ধান ইত্যাদি খেয়ে ফেলে। অনেক সময় মানুষের ওপর চড়াও হয়ে জানমালের ক্ষতি হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক আশরাফ আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্য হাতিগুলো মূলত পাহাড়ে খাদ্যাভাবের কারণে লোকালয়ে এসে উৎপাত করে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
X
Fresh