• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:১৬
মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মসজিদে গলায় ফাঁস দিয়ে এক ইমাম আত্মহত্যা করেছেন।

রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের সরু মিয়ার ছেলে হাফেজ মো. সেলিম (৪০)।

জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) রাতের যেকোনো সময়ে মসজিদের শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফজরের নামাজের সময় নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় মসজিদ কমিটি পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, সেলিম কোরআনে হাফেজ ও খুব ভালো মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

ধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এ সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
X
Fresh