• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একদিনেই সড়কে গেলো ১২ প্রাণ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৭, ১৭:১০

ময়মনসিংহ ও দিনাজপুরসহ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।

শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশালের রায়মনি চেলেরঘাট এলাকায়, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। পরে হাসাপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় এলাকায় ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে মুরগীবাহী একটি মিনি ট্রাক দিনাজপুরে আসার পথে ভাদুরিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ২ জন নিহত হন।

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী এলাকায়, নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় মারা গেছেন দুই ভ্যান চালক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার ভোরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বাশার জানান, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক ফাঁসিতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান

এদিকে নড়াইল শহরে বাসের ধাক্কায় মারা গেছেন এক নছিমন চালক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh