• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাতে পুলিশ পরিচয়ে শিক্ষকের টাকা ছিনতাই

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩২
রাতে পুলিশ পরিচয়ে শিক্ষকের টাকা ছিনতাই
আটককৃত আসামিরা

শেরপুর সদর উপজেলার ডুবারচরে পুলিশ পরিচয়ে এক স্কুলশিক্ষকের টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শেরপুর জেলা শহরের মীরগঞ্জ মহল্লার বাসিন্দা আরাফাত ও আলিফ।

জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় ডুবারচর এলাকায় আটক ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে মাদক উদ্ধারের নামে তার শরীরে তল্লাশি চালান। পরে তারা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষক রফিকের চিৎকারে স্থানীয়রা এবং টহল পুলিশ দল এসে তাদের আটক করে।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আটককৃত আলিফ ও আরাফাতের নামে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আলিফ একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে বেরিয়েছেন।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
X
Fresh