• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:০১
প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই 
আটককৃত আসামিরা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন কামরুল হাসান ও তার সহযোগী মো. আরাফাত।

রোববার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বেশ কয়েক দিন ধরে প্রতিবেশী আরিফের সঙ্গে বিরোধ চলছিল তাদের। আরিফকে ফাঁসাতে তারা তার ঘরের পেছনে গর্তে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। পরে ‘আরিফের বাড়িতে অস্ত্র আছে’ এমন তথ্য জানায় র‌্যাব-৭ অফিসে। কিন্তু র‌্যাব-৭-এর একটি দল অস্ত্র উদ্ধারের পর অনুসন্ধানে জানতে পারে, আরিফকে ফাঁসাতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন কামরুল ও আরাফাত। পরে তাদের দুজনকে আটক করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ জানান, অস্ত্র উদ্ধারের পর স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে সন্দেহ হয়। পরে অস্ত্রের তথ্য প্রদানকারী কামরুল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

তিনি আরও জানান, তারা স্বীকার করেছেন, প্রতিবেশী আরিফের সঙ্গে কামরুলের দীর্ঘদিন থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষও হয়েছে। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু আরিফের প্রতি ক্ষোভ থেকে যায় কামরুলের। সেই ক্ষোভ থেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে তার বসতবাড়ির পেছনে অস্ত্র রেখে র‌্যাবকে সংবাদ দেন তিনি।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম তাজুল ইসলাম নিজামী বলেন, কামরুল এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম অস্ত্র আইনে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রতিবেশী দেশের আশ্রয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে’
আমরা প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে যাইনি : প্রধানমন্ত্রী
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
প্রতিবেশীর বিষে প্রাণ গেল ৯ হাঁসের 
X
Fresh